Monday, June 24, 2013

আমিও ছিলেম বসন্ত বেলায়...

আমিও ছিলেম বসন্ত বেলায়
দখিনের হাওয়া যখন তোমার চুলে
খেয়েছিল দোল,
দেখেছিলেম এক ষোড়শী কিশোরীর
উচ্ছল হাসি আহা! বড়ো ভালোবাসি
তোমার গালে পড়া টোল।
চেয়েছিলেম চিরমুগ্ধ এক প্রেমিক
প্রকৃতির সে অপার মহিমাময়
তোমার অঙ্গ সে কী ছন্দময়,
হারিয়েছিলেম এক কবিকে
মুহূর্তের সেই আলোড়নটুকু
আজো পুলকিত করে হৃদয়।
ভেবেছিলেম এমন বসন্ত
যদি হতো অনন্ত তবে
কবির সে কী ভাগ্য,
কতো বসন্ত এলো
বসন্ত গেলো আরো কতো
কবি কী তবে এসবেরই যোগ্য!

তুমি আসবে বলে....

তুমি আসবে বলে বৃষ্টি হল
তপ্ত রোদেলা দুপুরে স্নান করল পৃথিবী,
শুকিয়ে যাওয়া এই ছোট্ট নদীটায়
সাঁই সাঁই জোয়ার এলো আবার।
সজীবতা ফিরে পেল উঠোনের এক কোণে
স্তব্ধ দাঁড়িয়ে থাকা কদম গাছটি,
ডালে ডালে ধরল ছোট বড় কত ফুল।
দেবদারু গাছের শাখায় হঠাৎ
মিষ্টি সুরে গেয়ে উঠল একটা
কালো কোকিল।
কতদিন তুমি আসনা!
তাই সবকিছু বিমর্ষ এমন।
আজ তুমি আসবে বলে
হৃদয় জুড়ে বাজে বাঁশের বাঁশি,
বেহালায় সেই মায়াময় সুর
ফুটফুটে জ‌্যোৎস্না হাসে আকাশে
সুখের মাতম যেন বসন্ত বাতাসে।
তুমি আসবে বলে
ফুলগুলো সব উঠলো হেসে
সবুজে সবুজে ভরল বৃক্ষ কানন।
তুমি আসবে বলে
সমুদ্রের বুকে নামলা শীতলতা
তোমার জন্যই প্রিয় সব মমতা।

its real life

Photo